জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলাবিষয়ক অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে ১০ হাজার ৮৬১ জনকে নিয়োগ দেবে। আউটসোর্সিং পদ্ধতিতে ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে’ এ নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, জেন্ডার প্রমোটার পদে এক হাজার ৯৫ জন নিয়োগ পাবেন। এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে শুধুমাত্র মহিলা পার্থীরা আবেদন করতে পারবেন।
সংগীত শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে ৪ হাজার ৮৮৩ জনকে। এই পদের জন্য এসএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও অগ্রাধিকার পাবেন মহিলা শিক্ষক।
আবৃতি/কণ্ঠশীলন পদে নিয়োগ পাবেন ৪ হাজার ৮৮৩ জন। এসএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মহিলা প্রার্থীরা অগ্রধিকার পাবেন।
আগ্রহীদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বহস্তে লিখিত আবেদন পাঠাতে হবে।
আগ্রহীরা আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে