মাহাদী হাসানের অনুভূতি ‘জীবনের একটা দিন’

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৮-১২-১৬ ১৩:০১:৫০

জীবনের একটা দিন
………………………….
জীবনের একটা স্টেজে টাকার অভাবে থাকা ভালো। অভাব মানুষকে বাস্তববাদী করে তুলে। চারপাশের পরিবেশটাকে ভালোভাবে চিনিয়ে দেয়।

জীবনের একটা স্টেজে চরম সাফল্যে পৌঁছানো দরকার। চরম সাফল্য নিরহংকারী হওয়ার দীক্ষা দেয়।

জীবনের একটা স্টেজে ভালোবাসার অভাবে ভুগতে হয়। তাহলে অর্জিত ভালোবাসার গুরুত্ব অনুধাবন করা যায়।

জীবনের একটা দিন হাসপাতালে ঘুরা ভালো। তাহলে সুস্থতার গুরুত্ব অনুধাবন করা যায়।

জীবনের একটা স্টেজে বিচ্ছেদের শিকার হওয়া ভালো। তাহলে আশেপাশের মানুষদের পাশে থাকার গুরুত্ব অনুধাবন করা যায়।

জীবনের একটা পুরো রাত অন্তত ফুটপাতে হেটে ছাদহীন আকাশের নিচের ঘুমন্ত মানুষদের দেখা দরকার। তাহলে নিজের যে ছাদ আছে, তার জন্য শুকরিয়া আসবে।

জীবনের একটা দিন অন্তত বৃদ্ধাশ্রমে কাটানো দরকার। তাহলে নিজের পিতামাতার প্রতি দায়িত্ববোধটা বাড়বে।

জীবনের একটা দিন অন্তত এতিমখানায় থাকা চাই। তাহলে আমাদের যে বাবা মা আছেন তা কতবড় রহমত তা অনুধাবন করা যাবে।

জীবনের একটা দিন অন্তত ক্ষেত খামারে তপ্ত রোদে কৃষকের সাথে কাটানো চাই। তাহলে প্রতি বেলায় আহারের সময় শ্রমিকের ঘামের গুরত্ব ও মূল্যায়ন করতে শেখা যাবে।

জীবনে একটা দিন শরণার্থী ক্যাম্পে থাকা চাই। তাহলে গৃহহীন-দেশহীন-জাতীয়তাহীন মানুষের প্রতি মমত্ববোধ বাড়বে। নিজের যে একটা দেশ-জাতীয়তা আছে তার গুরত্ব অনুধাবন করা যাবে।

জীবনের একটা দিন ক্ষমতাহীন থাকা চাই। তাহলে ক্ষমতাবানদের আসল রুপ নিজের চোখে দেখা যাবে। পরের দিন থেকে আরো বেশি মানবিক হওয়া যাবে।

জীবনের একটা দিন ‘আমিত্ব’ ছেড়ে ‘তোমরা/তুমি’ হওয়া চাই। তবে আমিত্বের সব দোষ চোখে পড়বে।

নিজের অবস্থান থেকে একটু সময়ের জন্য সরে গিয়েই উপলব্ধি করতে হবে জীবনকে। জীবনের শিক্ষা জীবন থেকেই নিতে হবে।

সবার সেই একটা দিন আসুক!

Mahadhi-The Storyteller