নিউজিল্যান্ডে অক্টোবর মাসে ভয়াবহ যে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে তার কারণ হিসেবে প্রপেলারে প্যান্ট জড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তারা বলছেন, কেবিন থেকে উড়ে আসা এক জোড়া প্যান্ট হেলিকপ্টারের প্রপেলারে জড়িয়ে গেলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনা তদন্ত কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ আইল্যান্ডের পর্যটন নগরী ওয়ানাকার কাছে ওই দুর্ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছে।
কমিশন জানায়, কেবিন থেকে উড়ে আসা এক জোড়া প্যান্ট হেলিকপ্টারের প্রপেলারে জড়িয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
গত ১৮ অক্টোবর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিক ওয়ালিস ও সংরক্ষণ বিভাগের দুই কর্মী নিহত হয়।
ওই ঘটনার মাত্র কয়েক মাস আগে পাইলটের ভাই ম্যাট ওয়ালিস ওই এলাকায়ই হেলিকপ্টার চালানোর সময় নিহত হন।
বৃহস্পতিবার কমিশন ওই দুর্ঘটনার ওপরও প্রতিবেদন প্রকাশ করে। এতেও দেখা গেছে মাঝ আকাশে হেলিকপ্টারের প্রধান প্রপেলার বিকল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।