গাজায় হামাস ও ইসরাইল অস্ত্রবিরতিতে সম্মত

, প্রকাশ: ২০১৮-০৭-২১ ১৮:১২:৩৩

ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরাইল শনিবার (২১ জুলাই) অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। খবর এএফপির।

শুক্রবার (২০ জুলাই) ইসরাইলী এক সৈনিকসহ ৫ জন নিহত হওয়ার পর উভয়পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয় বলে ফিলিস্তিনি দলের এক মুখপাত্র এই কথা জানান।

গত এক সপ্তাহের মধ্যে এটি এ ধরণের দ্বিতীয় অস্ত্রবিরতি চুক্তি।

হামাস মুখপাত্র ফাওজি বারহোম এক বার্তায় বলেন, আগের শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যেতে মিশর ও জাতিসংঘের সহযোগিতায় আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।

শুক্রবার ফিলিস্তিনিদের গুলিতে সীমান্তে এক ইসরাইলী সৈন্য নিহত হয়। গাজায় ২০১৪ সালের যুদ্ধের পর এটি ইসরাইলী সৈন্যের প্রাণ হারানোর প্রথম ঘটনা। এদিকে ইসরাইলী বিমান হামলায় তিন হামাস যোদ্ধা নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে।

এছাড়া গাজা-ইসরাইল সীমান্তে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নিহত হয়। ইসরাইল ও হামাস ২০০৮ সাল থেকে তিন ৩ বার যুদ্ধে জড়ায়।