ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ ৪১

প্রকাশ: ২০১৯-০১-০১ ০৬:৩১:৪৭

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সুকা বুমি জেলায় সোমবার ভয়াবহ ভূমিধসের ঘটনায় ৪১ গ্রামবাসী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়া’র।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে সিনারেসমি গ্রামের ৩৪টি বাড়ি সম্পূর্ণভাবে চাপা পড়েছে। সেখানে গ্রামবাসীর সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে সিনারেসমি গ্রামের ৩৪টি বাড়ি সম্পূর্ণভাবে চাপা পড়েছে। সেখানে গ্রামবাসীর সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

সুতোপো আরো বলেন, এই ভূমিধসের ঘটনায় ইতোমধ্যে ৬১ গ্রামবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

 

এর আগে এই ভূমিধসে আটজনের প্রাণহানির কথা বলা হলেও পরে দু’জনের নিহত হওয়ার কথা বলা হয়। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় বর্ষাকালে মাঝেমধ্যেই ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে থাকে।
এর আগে এই ভূমিধসে আটজনের প্রাণহানির কথা বলা হলেও পরে দু’জনের নিহত হওয়ার কথা বলা হয়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় বর্ষাকালে মাঝেমধ্যেই ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে থাকে।