পার্লামেন্টে ফের হারের মুখে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। কোনও চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যেতে যে সব এমপি-র আপত্তি রয়েছে, তাঁরাই মঙ্গলবার ভোটে জিতলেন। যার ফলে ‘চুক্তিহীন ব্রেক্সিট’-এর পথেও নয়া বাধা তৈরি হল। ৩০৩টির মধ্যে ২৯৬ ভোটে হেরে গিয়েছেন টেরেসা। যার অর্থ, ইইউ থেকে বেরিয়ে যেতে হলে পার্লামেন্টের জোরদার সম্মতি জোগাড় করাই একমাত্র পথ ব্রিটেনের সরকারের।
ব্রেক্সিট-ভোটে হার টেরেসার
ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৯-০১-১০ ১৭:৩৩:০৩