জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা আবারও বিয়ে করেছেন। পারিবারিকভাবেই গত ৩১ ডিসেম্বর ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে এডভোকেট সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিয়ে হয়।
বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন সাগর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের ডেকে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান।
স্বামী দেশে ফিরলে বিয়ের সংবর্ধনার আয়োজন করবো, তখন সবার দোয়া নেব।
লালনকন্যা খ্যাত কণ্ঠশিল্পী সালমা আরও বলেন, বিয়ের আগে আমি স্বামীর সাথে কথা বলেছি। শুনেছি, আমার গান পছন্দ করে কিনা!
এতে তার কোনো আপত্তি নেই। তার পরিবারের সাথেও আলাপ করেছি। তাদের মধ্যেও আমার গান নিয়ে আগ্রহ দেখেছি। সে নিজেও আবার বাবার সাথে কথা বলেছে।
৩১ ডিসেম্বর সালমার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর আবার ফিরে গেছেন লন্ডনে। সালমা জানান, চারমাস পর তার স্বামী ‘বার অ্যাট ল’ শেষ করে দেশে ফিরবেন।