প্রায় সবারই হাতেই এখন অ্যানড্রয়েড ফোন। আপনি চাইলে আপনার এই অ্যানড্রয়েড ফোনটিকেই বানিয়ে নিতে পারেন ওয়াইফাই হটস্পট।
আপনাকে যা করতে হবেঃ
ওয়াইফাই সমর্থন করে এমন যেকোনো ফোন দিয়েই তৈরি করে নিতে পারবেন হটস্পট। এজন্য আপনার মোবাইল ফোনের সেটিংস মেন্যুতে যান। এরপর নিচের নির্দেশিত পন্থা অবলম্বন করুন:
সেটিংস মেনু(Settings) => মোর (More…) => Tethering & portable hotspot => Portable Wi-Fi hotspot চেক ইন করে নিচের Portable Wi-Fi hotspot Settings মেনু থেকে Configure Wi-Fi hotspot এ গিয়ে Network name(SSID) + Security +Password নিজের মত করে পরিবর্তন করে নিতে হবে।
ব্যাস! আপনার ফোনটিই হয়ে গেলো ওয়াইফাই হটস্পট। এবার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার নেট।