এক ফোঁটা পানি দিয়ে বানান অণুবীক্ষণযন্ত্র

microspcope-water

microspcope-waterবিজ্ঞান পরীক্ষাগারের মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় যেসব বস্তু খালি চোখে দেখা যায় না সে গুলো দেখার জন্য। এই যন্ত্র কোনো বস্তুকে প্রায় ১০০ থেকে ৪০০০০০০ গুণ বড় করে দেখাতে পারে।

এই রকম যন্ত্র যদি নিজেই বানিয়ে নিতে পারেন তবে কেমন হয়?? তবে জেনে নিন কিভাবে বানাবেন অণুবীক্ষণ যন্ত্র।

যা যা লাগবেঃ
এক টুকরা ফিউজ ওয়ার (কিংবা চুলের মতো চিকন তামার তার)
অল্প পরিমান পানি
পরীক্ষার জন্য সংবাদপত্র কিংবা বই

যা করতে হবেঃ
প্রথমে চুলের মতো পাতলা ফিউজ ওয়ার কিংবা তামার তার নিয়ে ২ মিলিমিটার ব্যাসার্ধে গোল করুন। এবার গোল করা তারের ওপর এক ফোঁটা পানি দিন যাতে তারের বৃত্ত ভেদ করে পানি নিচে না পড়ে। এবার আস্তে আস্তে পানিসহ তার সংবাদপত্রের লেখার ওপর ধরুন।

এরপর ম্যাজিক দেখুন! নিশ্চয়ই সংবাদপত্রের লেখাগুলো অনেক বড় মনে হচ্ছে। তারটি সংবাদপত্রের কাছে বা দূরে নেন লেখা বড়-ছোট লাগবে, যেমনটা হয় অণুবীক্ষণ যন্ত্রে।