স্মার্টফোনের আয়ু আছে মাত্র পাঁচ বছর। এরপরেই একেবারে অকেজো হয়ে যাবে বিশ্বের স্মার্টেস্ট স্মার্ট ফোন। অবাক হচ্ছেন?
কিন্তু একটি সমীক্ষায় বলা হয়েছে অদূর ভবিষ্যতে এটিই সত্যি হতে চলেছে। এরিকসন সংস্থার কনজুমার ল্যাব-এর করা একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। পাঁচ বছর বাদে ২০২১ সালের মধ্যেই স্মার্টফোনের বদলে এসে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এ
ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে যেকোনো বস্তুর সঙ্গেই সংযোগ স্থাপন করা সম্ভব হবে কোনো রকম ফোন বা ট্যাবলেট ছাড়াই। এই রিসার্চ ল্যাবটি সুইডে সহ আরো ৩৯টি দেশের প্রায় এক লাখ মানুষের উপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে।