আবারো হারল সাকিবদের কলকাতা

kolkata

kolkataআবারো হেরে গেলো সাকিবদের কলকাতা নাইট রাইডার্স। গুজরাট লায়ন্সের কাছে কলকাতা নাইট রাইডার্সের হার এবার ৪ উইকেটে।

বৃহস্পতিবার নাগপুরে গুজরাটের মুখোমুখি হয় কলকাতা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের ঝুলিতে সংগ্রহ হয় মাত্র ১২৪। ব্যাট হাতে কলকাতার ইউসুফ পাঠান সর্বোচ্চ ৩৬ রান করেন। ২৫ রান আসে উথাপ্পার ব্যাট থেকে।

বল হাতে গুটরাজের ডোয়াইন স্মিথ ৪ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নেন। টি-টোয়েন্টিতে ২০ ওভারে ১২৪ রান এক প্রকার মামুলি ব্যাপার। সুরেশ রায়নার ব্যাটিং দৃঢ়তায় ১২৪ রান সত্যিই মামুলি ব্যাপার হয়ে দাঁড়ায়। ফলে ৩৯ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাট।

ব্যাট হাতে গুজরাটের অধিনায়ক সুরেশ রায়না ৩৬ বলে ৭চার ও ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন অ্যারোন ফিঞ্চ।

বল হাতে কলকাতার রাজপূত, নারিন ও মরকেল ১টি করে উইকেট নেন। ৪ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করা ডোয়াইন স্মিথ ম্যাচসেরা নির্বাচিত হন।

এ জয়ের ফলে ১৩ ম্যাচের ৮টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রায়নার দল। অন্যদিকে ১৩ ম্যাচের ৭টিতে জয় নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে কলকাতা নাইট রাইডার্স।