জেলায় চলতি শীত মৌসুমে মোট ৮ হাজার ৭শ ১০ হেক্টর জমিতে শাক সবজির আবাদ হয়েছে। এ জমি থেকে ১ লক্ষ ৮৮ হাজার ১শ ৩৬ মেট্রিক টন ফলনের প্রত্যাশা কৃষিবিভাগের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র মোতাবেক এ বছর শাকসবজির আবাদ ভালো হয়েছে। একদিকে কৃষকরা যেমন ভালো দাম পাচ্ছেন অন্যদিকে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যেই রয়েছে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে কৃষকরা শীতকালীন সবজির মধ্যে বেগুন, ফুলকপি, বাঁধা কপি, শিম, লালশাক, পালং শাক, মুলা, বরবটি, গাজর, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, করলা ইত্যাদি আবাদ করেছেন। নওগাঁ জেলা শহরের প্রধান বাজারসহ শহরের বিভিন্ন মহল্লা এবং উপজেলা সদরসহ গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে এখন এ সব সবজির বিপুল সমারোহ পরিলক্ষিত হচ্ছে।
জেলায় উপজেলা ভিত্তিক শীতকালীন শাকসবজি আবাদ এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে ২৪ হাজার ৮শ ৪০ মেট্রিক টন। রানীনগর উপজেলায় ২শ ৮৫ হেক্টর জমিতে ৬ হাজার ১শ ৫৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ৪শ হেক্টর জমিতে ৮ হাজার ৬শ ৪০ মেট্রিক টন। বদলগাছি উপজেলায় ১ হাজার ১শ ৪৫ হেক্টর জমিতে ২৪ হাজার ৭শ ৩০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ১শ ৮৫ হেক্টর জমিতে ২৫ হাজার ৫শ ৯৫ মেট্রিক টন। পতœীতলা উপজেলায় ৬শ ৮০ হেক্টর জমিতে ১৪ হাজার ৬শ ৯০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ১ হাজার ১শ ১০ হেক্টর জমিতে ২৩ হাজার ৯শ ৭৬ মেট্রিক টন।সাপাহার উপজেলায় ৫শ ২০ হেক্টর জমিতে ১১ হাজার ২শ ৩০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ৩শ ৮০ হেক্টর জমিতে ৮ হাজার ২শ ১০ম মেট্রিক টন, মান্দা উপজেলায় ১ হাজার ২শ ৩০ হেক্টর জমিতে ২৬ হািজার ৫শ ৭০ মেট্টিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ৬শ ২৫ হেক্টর জমি থেকে ১৩ হাজার ৫শ মেট্রিক টন শাকসবজি উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।