এই মুহূর্তে স্বর্ণ কেনার স্বাদ অনেকেই মিটিয়ে নিতে পারেন। কারণ, দামটা যে হাতের নাগালে! আন্তর্জাতিক বাজারে গত ৬ বছরে সবচেয়ে কমদামে বিক্রি হচ্ছে এই পণ্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, গত শুক্রবার বাজারে স্বর্ণের দাম পড়ে এক পর্যায়ে আউন্সপ্রতি ১ হাজার ৫১ ডলারে নেমে আসে।
সিএনএনের এক খবরে বলা হচ্ছে, ওই দিন নিউ ইয়র্কের মার্কেন্টাইল এক্সচেঞ্জে আউন্সপ্রতি ১ হাজার ৫৫.৯৯ ডলারের কাছাকাছি স্বর্ণ বিক্রি হয়েছে। এই দরপতনের মাধ্যমে ২০১১ সালের পর স্বর্ণ যে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে, তা স্পষ্ট। ওই সময় পণ্যটির দাম ওঠে আউন্সপ্রতি ১ হাজার ৮৯০ ডলার পর্যন্ত।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলার শক্তিশালী হওয়া, সম্ভাব্য মার্কিন সুদের হার বৃদ্ধি ও চীনের পুঁজিবাজারের কচ্ছপগতি- এ সবগুলোর প্রভাব পড়েছে স্বর্ণ বাজারে; যার কারণে দাম কমছে।
২০১০ সালের ফেব্রুয়ারিতে পণ্যটির দাম সবচেয়ে কমে যায়। এসময় দাম নামে আউন্সপ্রতি ১ হাজার ৪৫ ডলারে।
খবরে বলা হয়, সামনের মাসেই মার্কিন সুদের হার বাড়াতে যাচ্ছে ফেডারেল রিজার্ভ। এর নেতিবাচক প্রভাবে লোকসানের হাত থেকে বাঁচতে অনেক বিনিয়োগকারী আগেই পণ্যটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফলে যে হারে সরবরাহ বাড়ছে সে হারে চাহিদা বাড়ছে না।