এনআইডি সার্ভার ব্যবহার করে ভোট গ্রহনের আইডিয়া
১) সকল নাগরিকের স্মার্ট এনআইডি কার্ড থাকতে হবে। ২) ভোটার ভোট কেন্দ্রে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে আঙ্গুলের ছাপ বায়োমেট্রিক স্ক্যানারে প্রবেশ করাবেন। অতঃপর সহকারী প্রিজাইডিং অফিসার এনআইডি কার্ডটি মেশিনে পাঞ্চ করাবেন অথবা এনআইডি নম্বর সিস্টেম এ ইনপুট দিবেন । এনআইডি নম্বরের সহিত হাতের ছাপ মিললেই কেবল সিস্টেমে ঢুকতে পারবেন।