তুর্কি সেনাদের গোলায় ভূপাতিত রুশ বিমানের দুই পাইলটের একজনকে গুলি করে হত্যা করেছে সিরিয়ায় বসবাসরত তুর্কমেন জাতিগোষ্ঠীর সশস্ত্র যোদ্ধারা। প্যারাসুট ব্যবহার করে বিধ্বস্ত বিমান থেকে নামতে পারলেও নিরাপদে ভূমিতে অবতরণের আগেই পাইলটকে গুলি করে তারা।
প্যারাসুটে উড়তে থাকা পাইলটকে লক্ষ্য করে গুলিবর্ষণের ধারণকৃত ভিডিও চিত্রে দেখা যায় দশজনের বেশি তুর্কমেন অস্ত্রধারী পাইলটকে গুলি করতে থাকে। অপেশাদার ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে পাইলট গুলিবিদ্ধ হওয়ার লক্ষণও পরিষ্কার।
এদিকে রাশিয়ার গণমাধ্যমে বিধ্বস্ত বিমানের এক পাইলট ভূমি থেকে চালানো গুলিতে নিহতের খবর নিশ্চিত করেছে রুশ সেনা সদর। একই সাথে পাইলটদের উদ্ধারে পাঠানো দু’টি হেলিকাপ্টারের একটিকে আক্রমণ করা হয়েছে বলেও স্বীকার করেছে রাশিয়া।
তুরস্কের বেসরকারি সংবাদ সংস্থা দোয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে নিহত পাইলটকে গুলি করে হত্যা ও লাশ নিজেদের দখলে রাখার খবর নিশ্চিত করেছে সিরিয়ায় বসবাসারত তুর্কমেন যোদ্ধাদের প্রধান আলপাসলান চেলিক।
ভিডিও:
পাঠকের মতামত: