স্ট্রাপ একটি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম পোর্টাল। দারুন এক্সাইটিং সব ফিচার রয়েছে এই থিমে। থিমটি দিয়ে সহজেই একটি বাংলা এবং ইংরেজী নিউজ পোর্টাল ওয়েব সাইট তৈরী ও পরিচালনা করা যায়। রয়েছে ইন্টারএকটিভ থিম অপশন। তাই কোডিং না জানলেও আপনি একটি ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন। বিজ্ঞাপন বসানোর জন্য বা ক্যাটাগরি পরিবর্তন করতে ডেভেলপারের শরণাপন্ন হতে হবে না।
থিম এ যে সকল বিশিষ্ট থাকছেঃ
১) Bootstrap 4.2 দিয়ে তৈরি এই থিম যেকোন ডিভাইসে সহজেই দেখা যায়। ১০০% রেস্পন্সিভ এই থিমের জন্য রয়েছে মোবাইলের জন্য আলাদা লেআউট এর সুবিধা। ৫টি নিউজ পর পর মোবাইলে বিজ্ঞাপন বসানোর সুযোগ রয়েছে।
২) ডিফল্ট বাংলা ফন্ট হিসেবে সোলাইমান লিপি ব্যবহার করা হয়েছে। তাই কোন ডিভাইসে ফন্ট না থাকলেও সেখানে সোলাইমান লিপিতে ফন্ট দেখা যাবে। এমনকি এন্ড্রয়েড ফোনেও সোলাইমান লিপি দেখা যাবে। তবে আপনি ইংরেজি ওয়েবসাইট তৈরী করতে চাইলে ইংরেজি ফন্ট সেট করার সুবিধা থাকছে।
৩) ফুল ডাইনামিক থিম অপশন। থিম অপশন থেকেই লগো, ক্যাটাগরি, সহ নানান রকম টুইক করার সুবিধা থাকছে। অপ্টিমাইজড লগো, রেটিনা লগো ও ইনভার্ট লগো বসানোর সুযোগ রয়েছে।
৪) থিম অপশনেই থাকছে বিজ্ঞাপন বসানোর যায়গা। তাই থিম এডিট করার দক্ষতা না থাকলেও সহজেই আপনি আপনার পোর্টালে বিজ্ঞাপন সংযুক্ত করতে পারছেন। বার বার ডেভেলপারকে নক করার প্রয়োজন থাকছে না। মোবাইল ও পিসি হোম পেজ এর জন্য আলাদা বিজ্ঞাপন বসানোর সুযোগ থাকছে এই থিমে
৫) থিম এ থাকছে লাইসেন্স সিস্টেম। একটি থিম একের অধিক ডোমেইনে ব্যবহার করা যাবে না। তাই থিম লিক হওয়ার সম্ভাবনা কম।
৬) আমাদের প্রতিটি থিম ক্লিন কোডেড। বাড়তি কোন ফাংশন বা কোড থাকে না। তাই থিম কোন সমস্যা ছাড়াই চলতে পারে।
৭) প্লাগিন ইনস্টল ছাড়াই সাইট তৈরী হবে। এবং স্বল্প কয়েকটি প্লাগিন দিয়েই সাইট রান করতে পারবেন। তাতে আপনার সাইট চলবে স্মুথ ও ফাস্ট।
৮) থিম এ ব্যবহার করা হয়েছে আধুনিক আইকন লাইব্রেরি ফন্ট অসম।
৯) ফ্রন্ট পেজ ও সিঙ্গেল পেজ এর জন্য রয়েছে আলাদা উইজগেট এরিয়া।
১০) হোম পেজ ও সিঙ্গেল পেজ সাজানোর জন্য ও কন্ট্রোল করার জন্য রয়েছে আলাদ অপশন।
১১) আমাদের থিম গুলো পজিশন অনুযায়ী লিড, সাবলিড এ সাজানো যায়, তাই একাধিক ক্যাটাগরি সিলেক্ট করার প্রয়োজন পড়বে না।
১২) প্লাগিন ছাড়াই বাংলা তারিখ দেখানো যাবে।
১৩) ক্রেডিট, কপিরাইট, ঠিকানা, সম্পাদকের নাম ও ফোন নম্বরের জন্য থিম অপশনে থাকছে আলাদা যায়গা। তাই সহজেই আপনি অপশনকে কাজে লাগিয়ে থিম সেট করে ফেলতে পারবেন।
১৪) এসইও এর জন্য কোড বসানোর জন্য যায়গা থাকছে । রয়েছে প্লাগিন ছারাই মিনিফাই (html) করার সুবিধা।
১৫) নিউজে সাবহেড বসানোর সুযোগ রয়েছে
১৬) রিপোর্টারের নাম ও পদবী দেখানোর সুযোগ থাকছে। প্রতিটি রিপোর্টারের জন্য আলাদা আর্কাইভ এর ব্যবস্থা রয়েছে।
১৭) ঘটনা প্রবাহঃ প্রতিটি নিউজের ফোলাআপ ও সিরিজ শো করার জন্য রয়েছে ঘটনা প্রবাহের মতন এডভান্স ফিচার।
১৮) পোর্টালে সর্বশেষ আপডেট সময় ( সর্বশেষ আপডেট: ১১ মিনিট পূর্বে) দেখানোর সুবিধা।
বিশেষ ফিচার সমূহ -
১) দুই ধরনের ট্যাব উইজগেট থাকছে।
২) নিউজ পজিশন সিস্টেম, যে সকল পজিশন থাকছে থিম এ -
৩) ঘটনা প্রবাহঃ প্রতিটি নিউজের ফোলাআপ ও সিরিজ শো করার জন্য রয়েছে ঘটনা প্রবাহের মতন এডভান্স ফিচার।
৪) সর্বাধিক পঠিত অংশটি তৈরি করতে কোন প্লাগিন ব্যবহার করা হয়নি। সাধারনত এই ধরনের ফাংশন রিসোর্স হাংরি হয়ে থাকে। তবে আমাদের থিমে প্লাগিন ব্যবহার না করে আমাদের নিজস্ব সিস্টেমে কাউন্ট করা হচ্ছে। যাতে করে সাইট স্লো করার সম্ভাবনা থাকছে কম।
৫) স্টিকি সাইডবার।
৬) মোবাইল ও ডেক্সটপের জন্য আলাদা হোম পেজ এর সুবিধা। সাথে আলাদা বিজ্ঞাপন বসানোর সুবিধা। মোবাইলে ৫টি নিউজ পর পর বিজ্ঞাপন।
৭) কপি ব্লকারঃ আপনি চাইলে নির্দিস্ট কোন নিউজ যেন কপি করতে না পারে সে জন্য নিউজ পাবলিশ করার সময় কপি ব্লকার ইয়েস করে দিতে পারেন। (এই অপশন এখনো বেটা অবস্থায় রয়েছে। তবে এখন এটি ৯০% কার্যকর। )
৮) নিজস্ব রিলেটেড নিউজ সিস্টেম
বিঃদ্রঃ প্রতিটি থিম এর সাথে দেওয়া হবে লাইসেন্স কোড, লাইসেন্স কোড ছাড়া থিম একটিভ হবে না। এবং একটি লাইসেন্স কোড দিয়ে একটির বেশি সাইটে থিম একটিভ হবে না।
কেন চিপ ওয়ার্ডপ্রেস থেকে থিম কিনবেন -
১) প্রিমিয়াম নিউজ থিম, এবং কাস্টোমাইজেশনের সুবিধা (পেইড সার্ভিস)।
২) যেকোন সমস্যায় দ্রুত সমাধানের প্রতিশ্রুতি। কারন আমরা জানি আপনার নিউজ সাইটের জন্য সাপোর্ট কতটা জরুরী।
৩) কোন নাল্ড বা হ্যাকড কোড না থাকায় সাইট চলবে স্মুথলি।
৪) ইমেইল ও ফেসবুকের মাধ্যমে সাপোর্ট এর সুবিধা।
© Cheap Wordpress Theme All rights reserved