facebook-whatsappআজ সারা দেশে দুই ঘন্টার মত বন্ধ ছিল ইন্টারনেট। দুপর সোয়া ১টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত দেশব্যাপী ছিল ইন্টারনেট সেবা বন্ধ করে রাখা হয়।

দুপুর ১২টার দিকেই শোনা গিয়েছিল যে, রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে ইন্টারনেটের জনপ্রিয় ৪টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ দেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।

এরপর দুপুর সোয়া ১টার দিকে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপের পাশাপাশি দেশব্যাপী ইন্টারনেট সংযোগও বন্ধ রাখা হয়।

অবশ্য এর আগেও রাষ্ট্রীয় নিরাপত্তা স্বার্থে দেশে দুইবার ফেসবুক, ট্যাঙ্গো সহ বেশি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। কিন্তু পুরো ইন্টারনেট ব্যবস্থা বন্ধের ঘটনাটি এবারই প্রথম। এ ঘটনায় দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।