সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডবে নেপালে চলমান ১৩তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে শুক্রবার বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল (অনূর্ধ্ব ২৩) ভুটানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৯ রান করে ভুটান।
ডানহাতি পেসার মানিক খান ৪ ওভারে ৯ রান খরচায় ২ উইকেট লাভ করেন। এছাড়া মেহেদী হাসান রানা, তানভীর ইসলাম, সৌম্য এবং মিনহাজুল আবেদীন আফ্রিদি ১টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ৬.৫ ওভারে বিনা উইকেটে ৭৪ রান করে বাংলাদেশ। সৌম্য ২৮ বলে ৩টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৫০ রান করেন। এছাড়া মোহাম্মদ নাঈম ১৩ বলে ১৬ রান করেন।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ। ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচগুলোতে যথাক্রমে নেপাল ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।