চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘গুম, খুন করে কেউ ক্ষমতায় টিকতে পারে না। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়া বলেন, ‘র্যাব, পুলিশ, ছাত্রলীগ ছেড়ে জনগণের ভোটের আয়োজন করলেই জনপ্রিয়তা যাচাই করা যাবে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।’
পৌর নির্বাচনে ভোট ছিনতাই হয়েছে দাবি করে তিনি বলেন, ‘একটি অথর্ব নির্বাচন কমিশন আছে। তাদের মেরুদ- নেই। তারা সাহস করে কথা বলতেও পারে না।’
বিএনপি নেত্রী বলেন, ‘আজকের দিনটি গণতন্ত্র হত্যার দিবস। ৫ জানুয়ারি, আমি জানতে চাই ওই দিন কি কোনো ভোট হয়েছিল? আমরা দেখেছি, ৫ জানুয়ারির আগেই নির্বাচিত হয়ে গেছে। নির্বাচনের আগেই ১৫৪ জন বিনা ভোটেই নির্বাচিত হয়ে যান।’