সবচেয়ে কম দামি স্মার্টফোন

chip-phone

chip-phoneবাজারে এখন স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। আর সেই চাহিদাকে মাথায় রেখে এলজি বাজারে এনেছে সবচেয়ে সস্তা ফোন।

ট্র্যাকফোন লাকি এলজি ১৬। ফোনটির মূল্য মাত্র ৯.৮২ ডলার যা বাংলাদেশী টাকায় দাঁড়ায় ৭ শ’ ৭০ টাকা। এই বিশেষ দামের ফোনটি পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টের সকল শোরুমে।

ফোনটিতে রয়েছে ৩.৮ ইঞ্চির টাচ ডিসপ্লে। এতে আছে ১.২ গিগাহার্টজের ডুয়েল কোর প্রসেসর ও ৫১২ এমবি র‌্যাম। এটি অ্যানড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত।

lg-16থ্রিজি সমর্থিত এই ফোনটিতে রয়েছে ৪জিবি বিল্ট ইন মেমোরি,৩ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা। সামনে রয়েছে .৩ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।

যারা দুটি ফোন ব্যবহার করতে অভ্যস্ত, তাদের জন্য ফোনটি ব্যাকআপ হিসেবে কাজ করবে।