আট সেট প্রশ্নে হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা

jsc-jdc

jsc-jdcপ্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এবারই প্রথম দেশে আট সেট প্রশ্নপত্রে এবার পরীক্ষা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান

মন্ত্রী বলেন, ২২ নভেম্বর এই প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়ে ২৯ নভেম্বর শেষ হবে। চলতি বছর ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে। যার মধ্যে ছাত্র ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন ও ছাত্রী সংখ্যা ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন।

এরমধ্যে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫৬১ ও ছাত্রী সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮৯০ জন।

এ পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থায় দেশের ৬৪ জেলার মধ্য থেকে আটটি করে জেলা নেওয়া হয়েছে। প্রত্যেক জেলার জন্য আলাদা প্রশ্নপত্র থাকবে। ইতোমধ্যেই ৮টি গ্রুপে বিভক্ত করে প্রশ্নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

এতে জানানো হয়েছে, ইতোমধ্যে প্রশ্নপত্র বিশেষ নিরাপত্তার সাথে জেলা ও উপজেলা পর্যায়ে পৌছে দেয়া হয়েছে এবং তা সংশ্লিষ্ট থানা হেফাজতে রাখা হয়েছে।

পরীক্ষা চলাকালীন সামগ্রিক কার্যক্রম তদারকি করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৯৫১৫৯৭৭ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৫৫০৭৪৯৩৯। সমাপনী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে ফোন করে সংগ্রহ করা যাবে বলেও উল্লেখ করা হয়।

সূত্র : বাসস