বিড়ির ব্যবসায় এবার রোনালদো-মেসি!

messi-ronaldo

messi-ronaldoচমকে উঠলেন নিশ্চই। তাহলে কি ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি তাদের ফুটবল খেলা রেখে বিড়ির ব্যবসায় নামলেন?

ব্যাপারটা আসলে তা না। বরং তাদের নামে বিড়ির রমরমা ব্যবসা চলছে।

বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদের জলঙ্গিতে দেদারছে বিক্রি হচ্ছে রোনালদো বিড়ি ও মেসি বিড়ি। প্রতি প্যাকেট রোনালদো-মেসি বিড়ি বিক্রি হয় পাঁচ বা দশ টাকা দামে। আসলে বিশ্বকাপ কিংবা অন্য কোনো আসরে যখন কোনো খেলোয়াড় ভাল খেলেন, মুর্শিদাবাদে তখন তার নামেই বিড়ি বের করা হয়। চলেও মন্দ না।

গ্রাহকদের আকৃষ্ট করাই এদের মূল লক্ষ্য যদিও অনুমতি না নিয়ে তারকার নাম ব্যবহার করা আইনত দণ্ডনীয়। কিন্তু মেসি-রোনালদো’র তো ঠেকায় পড়েননি যে বিড়ি ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন।

biriশুধু ফুটবলারের নাম নয়। যদি কোনো সিনেমা হিট হয় তাহলে সেই সিনেমার নামেও বিড়ি তৈরি করা হয়। এক সময় নাকি ‘আনারকলি’ বা ‘গুরুদক্ষিণা’ এ সব ফিল্মের নাম বা হিট নায়কদের নাম দিয়েও বিড়ির প্যাকেট হয়েছে।