রোগীর পেটে মিলল প্রায় ১২ হাজার পাথর

stone

 

অবাক হচ্ছেন? অবাক হলেও ব্যাপারটা একদম সত্য। পঞ্চাশোর্ধ্ব এক রোগিণীর গলব্লাডার অপারেশন শেষে বেরোল  ১১,৯৫০ পাথরের টুকরো।

stoneকলকাতায় মিনতি মণ্ডল নামের এক মহিলার পেট অপারেশন করে এত গুলো পাথর পাওয়া যায়।

দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে দুই চিকিত্‍সক ঘণ্টা দুয়েক ধরে পাথরগুলো গুনে সংখ্যা সম্পর্কে নিশ্চিত হন৷

মাখনলাল সাহার দাবি, ‘গলব্লাডারে পাথরের সংখ্যার নিরিখে এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি৷ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ অবশ্যই আবেদন করব৷’

রোগিণীর মেয়ে তনুশ্রী মণ্ডল বলেন, ‘আমরাও মায়ের পেটে এত পাথর দেখে তাজ্জব হয়ে গিয়েছি৷ গতকালও মা সব কাজকর্ম করেছেন৷ শুধু মাঝে মধ্যে মাথা ঘুরছে বলছিলেন৷’

চলতি মাসের শুরুতে নিয়মিত পেটে ব্যথা, বমি বমি ভাব ও অম্বলের সমস্যা নিয়ে বারুইপুরের এক চিকিত্‍সকের কাছে হাজির হন একান্ন বছরের মিনতি৷ স্থানীয় ডাক্তার এর পর মিনতিকে শল্য চিকিত্‍সকের কাছে যেতে বলেন৷

ইউএসজি করে দেখা যায়, মিনতি দেবীর গলব্লাডারে পাথর জমে রয়েছে৷ চিকিত্‍সক অপারেশনের পরামর্শ দেন৷

মাখনলাল সাহার দাবি, ‘ইন্টারনেটে অনুসন্ধান করে আমরা নিশ্চিত যে, বিশ্বে সবচেয়ে বেশি গল ব্লাডার পাথর বের করার কৃতিত্ব আমাদের৷’ রোগিণীর মেয়ে তনুশ্রী বলেন, ‘আমাদের এখন একটাই প্রার্থনা৷ মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে৷’