ফেসবুকে কনটেন্ট অপসারণের শীর্ষে ভারত

facebook

facebookফেসবুক থেকে কনটেন্ট অপাসারণের তালিকায় ভারত শীর্ষে আছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যে জানিয়েছে ফেসবুক। বিভিন্ন দেশের সরকারের দাবি অনুযায়ী ফেসবুক তাদের কনটেন্ট অপাসারণ করে।

প্রতিবেদনে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছরের প্রথম ছয় মাসে সরকারের এই অপসারণের চাহিদা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন দেশের সরকারের অনুরোধ সংক্রান্ত ফেসবুকের দ্বিবার্ষিক প্রতিবেদন অনুসারে, তালিকায় থাকা ৯২টি দেশের তালিকায় ভারত ১৫,১৫৫ টি দাবী করেছে। যা ২০১৪ সালের তুলনায় ৩ গুন বেশি। গত বছর ভারত ফেসবুক থেকে কনটেন্ট সরানোর জন্য মোট ৫,৮৩২ বার অনুরোধ করেছিল।

ফেসবুক জানিয়েছে, পোস্টগুলো ভারতে ধর্মীয় অস্থিরতা প্রতিরোধে সেন্সর করা হয়েছে। আর এর বেশিরভাগ পোস্ট সরানোর জন্য সরকারি সব প্রতিষ্ঠান থেকে অভিযোগ করা হয়।

কনটেন্ট সরানোর অনুরোধের তালিকায় ৪,৪৯৬টি অনুরোধ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তুরস্ক। ফেসবুক ২০১৩ সাল থেকে এই তথ্য প্রকাশ করা শুরু করে।