ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

স্ত্রীকে হত্যার করে স্বামীর আত্মহত্যা

killed

killedপারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা শেষে স্বামী আত্নহত্যা করেছেন। শনিবার গাজীপুর জেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, নিহত হালিমা বেগম সফিপুর মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিক ও দিনাজপুর সদর উপজেলার হোসেনপুর গ্রামের আমিনুর রহমানের মেয়ে। হালিমার স্বামী রায়হান হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের আফতাব হোসেন ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুই মাস আগে কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার চুন্নু মিয়ার বাড়িতে স্বামী ও সন্তানদের নিয়ে ভাড়া থেকে হালিমা ওই কারখানায় চাকরি করতেন। ২০-২৫ দিন আগে রায়হান তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে। পরে স্ত্রী ও তিন সন্তানকে রেখে দেশের বাড়িতে চলে যান।

গত বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরে ফের ঝগড়া হয় তাদের। শনিবার রাত ১০ টার দিকে হালিমা কারখানা ছুটি শেষে বাসায় ফিরছিলেন। পথে মালেক স্পিনিং মিলস রোডের কাছাকাছি পৌঁছালে উৎপেতে থাকা স্বামী রায়হান তার গতিরোধ করে।

একপর্যায়ে হালিমার পেটে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে রায়হান। স্ত্রীর মৃত্যু নিশ্চিত জেনে রায়হান তার নিজের পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা এসে দুজনকেই উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

সফিপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. রিফায়েজ মাহমুদ জানান, রাত ১১টার দিকে দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তাদের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত: