ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে আরও নয় নতুন মুখ

islami-bank

islami-bankবাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ (আইবিবিএল) পরিচালনায় স্বচ্ছতা আনয়ন, বিশেষ রাজনৈতিক দলের হীন স্বার্থ বাস্তবায়নে ব্যাংকটির ব্যবহার বন্ধ করাসহ শত ভাগ পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সরকার।

সম্প্রতি আইবিবিএলের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ উঠার পরই সরকার ইসলামী ব্যাংকের উপর নজরদারি বৃদ্ধির প্রতি সজাগ হয়।

এ লক্ষ্যে গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকটিতে গত মে মাসের প্রথম সপ্তাহে চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।

নিয়োগপ্রাপ্ত চারজন হলেন — আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাংকিং ও বিনিয়োগ বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ, এম আযীযুল হক, হেলাল আহমেদ চৌধুরী ও শামীম মোহাম্মদ আফজাল।

এরপর এক মাস পার না হতেই আইবিবিএলের পরিচালনা পর্ষদে যোগ হয়েছেন আরো নতুন নয় পরিচালক।

তারা হলেন — মোঃ আবদুল মাবুদ (পিপিএম), মোহাম্মদ হুমায়ুন কবির (এফসিএ), বোরহান উদ্দিন আহমেদ, ড. মোঃ জিল্লুর রহমান, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, মেজর জেনারেল (অব:) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মোঃ সাইফুল ইসলাম (এফসিএ, এফসিএমএ), আইডিবির প্রতিনিধি ড. আরেফ সুলেমান এবং এএনএম সাঈদুল হক খান।

তাদের মধ্যে — মোঃ আবদুল মাবুদ, মোহাম্মদ হুমায়ুন কবির, বোরহান উদ্দিন আহমেদ ও ড. মোঃ জিল্লুর রহমান স্বতন্ত্র পরিচালক — প্রফেসর শহীদুল আলম, মেজর জেনারেল (অব:) আবদুল মতিন ও সাইফুল ইসলাম শেয়ারহোল্ডার ডাইরেক্টর — এবং ড. আরেফ সুলেমান ডাইরেক্টর হিসেবে পুনঃনির্বাচিত ও এএনএম সাঈদুল হক খান ডাইরেক্টর নির্বাচিত হন।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আইবিবিএলের ৩৩তম বার্ষিক সাধারণ সভায় উল্লেখিত ১৩ জনের নিয়োগ অনুমোদিত হয়।

এ সভায় আইবিবিএল শেয়ারহোল্ডারদের জন্য ২০১৫ সালে ২০{9e8f27b055b09c95183b284e44ebdf80831bce2813fced9452cd958e7132613c} ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।

এছাড়াও সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লাভ-লোকসানের হিসাব এবং পরিচালনা পরিষদের প্রতিবেদনও অনুমোদন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে সভাপতিত্ব করেন। ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এবং শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীনসহ দেশি-বিদেশি ডাইরেক্টর ও শেয়ারহোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: