ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত ৭

bandarban-death

bandarban-death-2বান্দরবানের লামার ইয়ংছা এলাকায় মোবাইলফোন কোম্পানি গ্রামীণফোনের টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত এবং আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

bandarban-deathলামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে চারজন নিহত হন। এরপর আহতদের কক্সবাজারের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

লামার মিরিঙ্গা পর্যটনকেন্দ্রে টাওয়ার স্থাপনের জন্য এ মালামাল বহন করা হচ্ছিল।

পাঠকের মতামত: