ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

ভারতের বিমানবাহিনীর ঘাঁটিতে হামলায় নিহত ৬

india-helicopter

india-helicopterভারতের পাঞ্জাবের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন নিরাপত্তাকর্মী ও বাকি চারজন হামলাকারী বলে জানা গেছে।

আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এনডিটিভি এ খবর জানিয়েছে। জানা যায়, স্থানীয় সময় শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ হামলা চালানো হয়। হামলাকারীরা সামরিক বাহিনীর পোশাক পরে এবং সরকারি গাড়ি ব্যবহার করে হামলা চালায়।

পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এই ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। পুলিশের ডিআইজি (বর্ডার) কুনওয়ার বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, পুলিশ দুই সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এখনো অভিযান চলছে।

শুক্রবার ওই এলাকা থেকে পুলিশের গাড়ি ছিনতাই হয়েছিল। গত জুলাই মাসে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় সন্ত্রাসীরা একটি চলন্ত বাস এবং একটি থানায় হামলা চালিয়েছিল।

পাঠকের মতামত: