ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড চূড়ান্ত

bangladesh-cricket-team

bangladesh-cricket-teamজিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১০ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর ঢাকায় আসার কথা রয়েছে সফরকারী দলটির। সিলেট স্টেডিয়ামে চারটি ম্যাচ হবে যথাক্রমে ১৪,১৬,১৮ ও ২০ জানুয়ারি।

২৪ ক্রিকেটারকে নিয়ে রোববার কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ২৭ ক্রিকেটার। সাকিব, ইমরুল ও তামিম প্রথমদিনের ক্যাম্পে ছিলেন না। জিম্বাবুয়ে সিরিজের জন্যে এরই মধ্যে ২৭ ক্রিকেটারের থেকে ১৪ ক্রিকেটারকে বাছাই করে ফেলেছে বিসিবির নির্বাচক প্যানেল।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে দল পাঠিয়েছেন নির্বাচকরা। সবুজ সংকেত পেলে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

দল নির্বাচনের কথা জানিয়ে বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন,‘আজ ১৪ জনের একটা স্কোয়াড দিয়ে দিচ্ছি। প্রেসিডেন্ট অনুমোদন করলে পরবর্তী কোচিংয়ে ১৪ সদস্যের স্কোয়াডের ক্রিকেটাররা হাথুরুসিংহের অধীনে কোচিং শুরু করবে।

২৭ জনের স্কোয়াডের থেকে ১৪ জনকে নির্বাচন করা হয়েছে। লম্বা টি-টোয়েন্টি ম্যাচের কথা বিবেচনা করে স্কোয়াড দিয়েছিলাম। এবার শুধু ১৪ জনেরটাই দেয়া হচ্ছে।এর মধ্যে যারা বাদ যাবে তারা বিসিএল খেলার জন্য ব্যস্ত থাকবে।’

জানা গেছে, নতুন ক্রিকেটার হিসেবে দলে আসতে পারেন পেসার আবু হায়দার রনি। বিপিএলে ভালো করার পুরস্কার পাচ্ছেন নেত্রকোনার এ পেসার। আপাতত জিম্বাবুয়ে সিরিজের জন্যে স্কোয়াড সাজানো হচ্ছে। ধাপে ধাপে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে দল বাছাই করবেন নির্বাচকরা।

পাঠকের মতামত: