ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

টানা এক বছর ওয়ানডে ক্রিকেটের বাইরে থাকবে বাংলাদেশ

cricket-bangladesh

cricket-bangladeshটানা এক বছর ওয়ানডে ক্রিকেটর বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশকে। এমনটাই জানান দিচ্ছে আইসিসি’র ক্রীড়াসূচি। গত বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, ওয়ান ডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দিলেও আইসিসি-র এবছরের সূচিতে স্থান নেই বাংলাদেশের।
One year will be pulled out of the Bangladesh ODIs
আইসিসি’র ক্রীড়াসূচি অনুযায়ী, ২০১৬ সালের নভেম্বরের আগে কোন ওয়ান ডে ম্যাচ বরাদ্দ নেই বাংলাদেশ দলের। ১৯৯৭ সালে আইসিসি বাংলাদেশকে ওয়ান ডে খেলার মর্যাদা দেওয়ার পর এত দীর্ঘ বিরতি পায়নি তারা। ২০১৫-র ১১ নভেম্বর বাংলাদেশ শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে।

২০০৬ সালের নভেম্বরে আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে এ পর্যন্ত মাত্র ৪৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে যারা, সেই বাংলাদেশ দলের সামনে ২০১৬ সালে হাতছানি দিচ্ছে রেকর্ড সংখ্যক ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ। সম্প্রতি জিম্বাবুয়ের সঙ্গে চলতি মাসে ৪টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ চূড়ান্ত হওয়ায় এ বছরটি বাংলাদেশের জন্য টি-টোয়েন্টির বছর হিসেবেই গণ্য করা হচ্ছে।

এর আগে ২০১৪ সালে এক বছরে সর্বাধিক ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এ বছরে সেই রেকর্ডও ছাপিয়ে যাচ্ছে তারা। এই বছরে আর কোন দল বাংলাদেশের মতো এতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। এর মধ্যে অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। টেস্ট ক্রিকেটে আইসিসি র‌্যাংঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ৯-এ।

অন্য দিকে, টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিংয়ে আফগানিস্তানের মতো আইসিসি’র সহযোগী সদস্য দেশ পর্যন্ত বাংলাদেশের উপরে (আফগানিস্তান ৯, বাংলাদেশ ১০)। ২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল।

এগারো বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে বাংলাদেশ দলকে কম পরীক্ষা দিতে হয়নি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইসিসি-র শর্ত মেটাতে হয়েছে। ২০১৫-র সেপ্টেম্বরের মধ্যে ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরের মধ্যে থাকার সে শর্ত মিটিয়েছে তারা। আইসিসি-র ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ৭ নম্বরে।

তবে আইসিসি-র সূচির জেরে ২০১৭ সালের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তুতিটা কিন্তু সে ভাবে নেওয়ার সুযোগ আপাতত নেই বাংলাদেশ দলের। কারন, আইসিসি-র সূচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ৫ মাসে কোন আর্ন্তজাতিক সফর নেই বাংলাদেশ দলের। ২০১৭-র জানুয়ারি থেকে মে— এই ৫ মাস আন্তর্জাতিক ক্রিকেটহীন কাটাতে হবে বাংলাদেশ দলকে।

পাঠকের মতামত: