ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

নারী সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে বিপদে গেইল

chris-gayle

chris-gayleশালীনতার সব সীমা অতিক্রম করে গেলেনে ক্যারিবীয় ব্যাটিং দাবন ক্রিস গেইল৷ লাইভ ক্যামেরায় সাক্ষাৎকার দিতে গিয়ে নারী সাংবাদিককে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন ক্যারিবিয়ান দৈত্য৷

এই ভিডিও ফুটেজ নেটে ছড়িয়ে যেতেই ঝড় উঠে গেল গেইলকে নিয়ে৷ টুইটারে রীতমতো গেইলকে নিয়ে চর্চা চলছে৷ ঠিক কী বলেছিলেন গেইল৷ বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগাদেসের হয়ে খেলছেন গেইল৷

সোমবার হোবার্ট হারিকেনকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় গেইলের দল৷ ১৫ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেই আউট হলেন গেইল৷ এরপর তিনি ডাগআউটে ফিরে আসার পর অস্ট্রেলিয়ান টিভির চ্যানেল টেনের সাংবাদিক মেল ম্যাকলাফিন গেইলের সাক্ষাৎকার নেন৷ এ সময়ই গেইল শালীনতার মাত্রা ছাড়িয়ে গেলেন৷

সাংবাদিক গেইলকে প্রশ্ন করেছিলেন ‘পিচ কেমন ছিল?’

জবাবে গেইল বললেন,‘ আমি তো এখনও তোমার পিচে খেলার সুযোগ পাইনি৷’ এখানেই থামলেন না গেইল৷ তিনি আরো বললেন,‘ আজকে তোমার চোখ দেখার পর থেকে আমার কিছুই দেখতে ইচ্ছা করছিল না৷ তোমার উপস্থিতিই আমাদের জিতিয়ে দেবে৷ এ ব্যাপারে আমি আশাবাদী৷ ম্যাচ জেতার পর আমরা একসঙ্গে ড্রিঙ্ক করতেও যেতে পারি৷ আমার কথায় ব্লাশ করো না বেবি’৷

গেইলের এই ধরনের কথাবার্তায় রীতিমতো সমস্যায় পড়ে যান পোড় খাওয়া সাংবাদিক মেল৷ ক্রিকেটের বাইরে নারীঘটিত কারণেও গেইল একাধিকবার খবরের শিরোনামে এসেছেন৷ এবার যেন একটু বেশিই বাড়াবাড়ি করে ফেললেন তিনি৷

ভিডিওঃ

পাঠকের মতামত: