ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ

thin-laptop

thin-laptopচীনের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো ল্যাপটপ বাজারে নিয়ে এলো পৃথিবীর সবচেয়ে পাতলা ল্যাপটপ। মডেল ইয়োগা ৯০০এস। এটি ল্যাপটবের পাশাপাশি ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। কেননা, এই ল্যাপটপটি কনভার্টেবল। একে সহজেই দু’ভাগে ভাগ করা যায়।

১৩.৩ ইঞ্চির কিউ এইচডি টাচ স্ক্রিন ডিসপ্লের ল্যাপটপটির ডিসপ্লের রেজুলেশন ৩২০০x১৮০০ পিক্সেল। ১৬ জিবি র‌্যামের সঙ্গে ৫১২ জিবি এসএসডি স্টোরেজ রয়েছে এই ল্যাপটপে। উইন্ডোজ ১০ ব্যবহৃত হয়েছে এই ডিভাইসের অপারেটিং সিস্টেম হিসেবে।

ইয়োগা ৯০০ এসে রয়েছে একটি ১মেগা পিক্সেলের এইচডি সিএমওএস ক্যামেরা। এটির সাউন্ড সিস্টেমে ব্যবহার করা হয়েছে জেবিএল ডলবি স্টেরিও স্পিকারস। ল্যাপটপটির ওজন মাত্র ১.৩ কেজি। এতে ২টি ইউএসবি ২.০ এবং ১টি ইউএসবি ৩ সি টাইপ রয়েছে।

ল্যাপটপটি পূর্ণ চার্জে ১০.৫ ঘণ্টা পর্যন্ত অবিরাম ভিডিও দেখা যায়। ল্যাপটপটির মূল্য ১হাজার ৯৯৯.৯৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১ লক্ষ ৫৫ হাজার ৯০০ টাকা।

পাঠকের মতামত: