ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলো কলেজ ছাত্র

death

deathফজরের নামাজ পড়তে গিয়েছিল খিলগাঁও মডেল কলেজের ছাত্র শাহীন। ফিরতে হলো লাশ হয়ে।
আহত হয়েছে শাহীনের এক বন্ধু।

শাহীনের বাবার নাম আতহার ব্যাপারী। বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলায়।

আজ বুধবার ভোরে খিলগাঁও ফ্লাইওভারের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীনের মামা রাজীব জানান, বুধবার ভোরে শাহীন ও তার এক বন্ধু ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পরই তারা খবর পান যে, দুর্ঘটনায় শাহীন মারা গেছে।

শাহীন তার পরিবারের সঙ্গেই খিলগাঁও থাকতো। গুরুতর আহত হয়েছে তার বন্ধু। তবে, বন্ধুর নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস

পাঠকের মতামত: