আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর। এতে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। ২১ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আসর।
নিলামের মাধ্যমে খেলোয়াড় নিলেও কেউ কেউ ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও বেশ কিছু খেলোয়াড় দলে টেনেছে।
প্রতিটা দলের সবচেয়ে বেশি খরচ হয় দলে ভেড়াতে। ই আসরে ছয়টি দল তাদের খেলোয়াড়দের জন্য ইতিমধ্যে ৩১ কোটি টাকা খরচের হিসাব দেখিয়েছে।
খেলোয়াড় কিনতে সবচেয়ে বেশি খরচ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর সবচেয়ে কম করেছে বরিশাল বুলস। বিদেশি খেলোয়াড় কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করেছে রংপুর রাইডার্স। আর দেশি খেলোয়াড় কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচের তকমাটা গায়ে মেখেছে বরিশাল বুলস।
এক নজরে দেখে নেয়া যাক কোন দলের কত খরচঃ
পাঠকের মতামত: