ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

অর্ধেক খুলি নিয়েও বেঁচে আছেন যিনি

kenny-bailey

kenny-baileyব্রিটেনের কেনি বেইলি দুবছর আগে স্ট্রোক করেছিলেন। চিকিৎসকরা তাকে বাঁচাতে অপারেশন করে মাথার খুলির প্রায় অর্ধেকই ফেলে দেন। মাথার ভেতরে কেটে ফেলা অংশ ঢাকতে একটি পাত লাগিয়ে সার্জারি করা হয়। ফলে তার মস্তিষ্কের বাকি অংশ রক্ষা পায়। এখন সুস্থভাবে বেঁচে আছেন তিনি।

ব্রিটেনের মেট্রো পত্রিকা জানিয়েছে, ২০১৪ সালে স্ট্রোক করার পর জটিল ও সফল অপারেশন করেন চিকিৎসকরা। কেনি এখন সুস্থ আছেন। তবে তার শরীরের বাম অংশ অকেজো রয়েছে।

কেনি প্রতিবন্ধী হিসেবে ব্রিটেন সরকার থেকে কিছু সহায়তা পেতেন। কিন্তু সম্প্রতি সরকার তাকে দেওয়া ওই সুবিধা তুলে নিয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

কেনি বলেন, ‘আমি খুবই মর্মাহত। প্রতি সপ্তাহে ৭৮ পাউন্ড পেতাম আমি। যা দিয়ে আমি গ্যাস, বিদ্যুৎ, পানির বিল পরিশোধ করতাম। কিন্তু ডাক্তারি পরীক্ষার পর আমার সে সুবিধা প্রত্যাহার করা হয়েছে।

তার কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার শরীরের বাম অংশ অকেজো থাকায় কাজ করতে স্বস্তি পাই না। বাম হাত নাড়াতে পারি না। তবে শরীরের ডান পাশ ভাল থাকায় কাজ করতে পারি।

তিনি আরো বলেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে গত কয়েক বছর আগে কী হয়েছিল আমি তা বলতে পারি না। ডাক্তারের সঙ্গে দেখা করার দিন তারিখও লিখে রাখতে হয়। কেননা আমি সেগুলো মনে রাখতে পারি না।

পাঠকের মতামত: