ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল আর্জেন্টিনার গোলরক্ষক

sergio-romero

sergio-romeroশেষ পর্যন্ত দলে জায়গা হলো না আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর। ইনজুরি কেড়ে নিয়েছে তার এবারের বিশ্বকাপ। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আর্জেন্টিনার জাতীয় দলের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইটটি নিশ্চিত করেছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষকটি টুর্নামেন্টের বাইরে। তিনি ডান হাঁটুতে প্রচন্ড চোট পেয়েছেন এবং তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের ৩১ বছর বয়সী এই গোলরক্ষকের চোট প্রসঙ্গে এএফএ জানিয়েছে, রোমেরোর ডান হাঁটুতে ‘ব্লকেজ’ ধরা পড়েছে। অস্ত্রোপচার করাতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে তার বিকল্প গোলরক্ষকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে এএফএ।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে বাকি দুই গোলরক্ষক চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। রোমেরোর বিকল্প হিসেবে প্রাথমিক দল তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের নাম ঘোষণা করতে পারে এএফএ।

উল্লেখ, ২০১০, ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক ছিলেন। এই বিশ্বকাপেও আর্জেন্টিনার গোলবারের নিচেই থাকার কথা ছিল ৩১ বছর বয়সী গোলরক্ষকের। গত বিশ্বকাপে টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিপক্ষে দলকে জিতিয়ে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। এবার বিশ্বকাপটা ঘরে বসেই দেখতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষককে। বিশ্বকাপ শুরুর আগেই বড়সড় একটা ধাক্কা খেল আর্জেন্টিনাও।

পাঠকের মতামত: