ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

এবার গরুর সুন্দরী প্রতিযোগীতা

miss-milk-cow

miss-milk-cowসুন্দরী প্রতিযোগীতা কি শুধু মানুষেরই হয়? না, গরুরও হয়। বিশ্বাস না হলে বাকিটুকু পড়তে থাকুন।

এক দশকেও বেশি সময় ধরে ভিয়েতনামের হ্যানয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে গরুর সুন্দরী প্রতিযোগীতার রীতি চলে আসছে। ডেইরি ফার্মিংয়ের উন্নয়নের জন্য হ্যানয়ের মক চাউ মালভূমিতে ‘মিস মিল্ক কাউ’ নামের এ আয়োজন করা হয়।

প্রতিবারের মতো এবারও এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। গরুকে সাজিয়ে গুজিয়ে প্রতিযোগীতায় নিয়ে আসে মালিকরা। আর ‘মিস দুধেল গাই’ খেতাব জিতে চার বছরের স্বাস্থ্যবতী এক সুন্দরী গাভী।

১২৫ প্রতিযোগীকে হারিয়ে মুকুট জিতেছে সে। গোয়ালের গরু খেতাব জেতায় খুশি ধরছে না মালিকের। ক্যামেরার সামনে খেতাব-জয়ীকে নিয়ে পোজও দিয়েছেন তিনি।

সূত্র : এনবিসি নিউজ

পাঠকের মতামত: