ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

মরিচ-ই যার একমাত্র খাবার!

chili-king

chili-kingআমরা যেমন ভাত, মাছ, রুটি খাই, তিনি খান শুধু মরিচ। হ্যাঁ, দিন-রাত তার খাবার ওই একটাই- ‘মরিচ’। কখনো মরিচের গুঁড়া, কখনো কাঁচা মরিচ, আবার কখনো সেদ্ধ মরিচ। প্রতিদিন আড়াই কিলো মরিচ না খেলে নাকি তার ঘুম-ই হয় না।

এই ‘চিলি কিং’য়ের আসল নাম লি ইয়ংঝাই। বাড়ি চীনের হুনান প্রদেশে। নিজের বাড়ির উঠোনে শখ করে লাগিয়েছেন আটটি ভিন্ন প্রজাতির মরিচ গাছ।

তিনি ২০০৯ সালে হুনান প্রদেশে এক মরিচ খাওয়া প্রতিযোগীতায় প্রথম হয়ে ‘চিলি কিং’ খেতাব পান। মজার কথা হলো, গত আট বছরে ‘চিলি কিং’য়ের কোনো ছোট-বড় রোগ হয়নি।

‘চিলি কিং’ মরিচ খেতে খেতেই সাংবাদিকদের বললেন, মরিচ ছাড়া আর তার কোনো খাবারই ভালো লাগে না।

‘চিলি কিং’য়ের ছেলে বলছে, বাবা এতো ঝাল খায় কী করে বুঝি না। তবে ‘চিলি কিং’ বলেন, আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। মরিচ খেতে পছন্দ করি তাই খাই। ডাক্তার বলেছে, আমি অন্য সবার মতোই স্বাভাবিক।

সূত্র : ডেইলি মেইল

পাঠকের মতামত: