ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

কুমিল্লায় ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে নিহত ৫

comilla-accident

comilla-accidentকুমিল্লার লাকসামে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের বাইপাসস্থ ফতেহপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনোহরগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের সিএনজি চালক জসিম উদ্দিন (৩০), একই গ্রামের আলী আক্কাসের মেয়ে নাসরিন (২৪), জহির উদ্দিনের স্ত্রী মোহসেনা আক্তার, লাকসাম নবাব ফয়েজুননেছা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী রোজিনা আক্তার (২০) ও ফতেপুর গ্রামের আবুল কালাম (২৫)।

প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায়, সকালে আঞ্চলিক মহাসড়কের ফতেপুরে ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃজেলা ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-০৮৮২) বেপরোয়া গতিতে আসার সময় খিলা থেকে লাকসামগামী একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন এবং পরে হাসপাতালে নেয়ার পর দু’জন মারা যান। লাকসাম থানা পুলিশ ও লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছে।

পাঠকের মতামত: