ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বগুড়ায় শিয়া মসজিদে ঢুকে গুলি, নিহত ১

bogra-death

bogra-deathবগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুরে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত এবং তিন মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর পরই এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ৫/৬ দুর্বৃত্ত মাগরিবের নামাজের পর কিছু বুঝে উঠার আগেই মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে চার মুসল্লি আহত হন।

আহতদের রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ভর্তি করা হয়। সেখানে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) মারা যান।

বগুড়ার পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, গুলিতে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মসজিদটির ইমাম শাহিনুল ইসলামও রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট টু টু বোরের সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

গত অক্টোবরে মহররম উপলক্ষে ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার এক মাসের মধ্যে বগুড়ার শিবগঞ্জে এই হামলা হল। ওই হামলায় দুজন নিহত হয়েছিলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে দাবি উঠলেও সরকার এ দাবি নাকচ করে বাংলাদেশে আইএস নেই বলে জানায়।
সুত্রঃ আরটিএনএন

পাঠকের মতামত: