ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ উমর আকমল

umar-akmal

umar-akmalপাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান উমর আকমল। কিন্তু সম্প্রতি তিনি পাকিস্তান টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন আচরণবিধি লঙ্ঘনের অভযোগে। আর এর জন্য তিনি দায়ী করছে গন মাধ্যমকে।

তিনি বলেন, “গণমাধ্যমের ভিত্তিহীন খবর ছড়ানোর কারণেই এমনটি হয়েছে”। আর এমন ঘটনায় তিনি খুবই ব্যথিত ও ক্ষুদ্ধ।

আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-২০ থেকে আকমলকে বাদ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান, অনৈতিক কার্যকলাপে জড়িত হওয়ায় ডানহাতি এ ব্যাটসম্যানকে বাদ দেওয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, কায়েদ-ই-আজম ট্রফি আসর চলাকালে হায়দ্রাবাদে এক নিষিদ্ধ ‘মুজরা পার্টি’তে যোগ দেন আকমল। তবে এমন খবরকে উড়িয়ে দেন আকমাল।

তিনি জানান, এই খবর যদি সত্য হয় তবে তিনিই প্রথমে ক্ষমা চাইবেন। আরো জানান এই সংবাদে তিনি তার পরিবারের কাছেও ছোট হয়েছেন।

পাঠকের মতামত: