ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

উত্তম প্রতিদান লাভের আমল

islam

islamউম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট শুনেছি, তিনি বলেছেন, কোনো বান্দার উপর যদি বিপদ আসে, তাহলে সে যদি ইন্নালিল্লাহ’র আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে তার বিপদের ছাওয়াব দান করবেন এবং বিনিময়ে তাকে ঐ বস্তুর চাইতে উত্তম বস্তু প্রদান করবেন।

আমলটি-
اِنَّا لِلّهِ وَ اِنَّا اِلَيْهِ رَاجِعْوْنَ – اَللَّهُمَّ أجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَ أَخْلِفْ لِيْ خَيْراً مِّنْهَا
উচ্চারণ : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরামমিনহা।

অর্থ : নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য। এবং আমরা তারই দিকে ফিরে যাব। হে আল্লাহ! আমাকে আমার এ বিপদে ছাওয়াব দান করুন। এবং এর চেয়ে উত্তম বস্তু বিনিময়ে দান করুন।

তাহলে আল্লাহ তাআলা তাকে ঐ বিপদে ছাওয়াব দান করবেন এবং বিনিময়ে তার চেয়ে উত্তম জিনিস দান করবেন।

হজরত উম্মে সালামা বলেন, অতপর যখন (আমার স্বামী) আবু সালামাহ ইন্তিকাল করলেন তখন আল্লাহর রাসুলের নির্দেশ অনুযায়ী আমি ঐ দোয়া পড়েছিলাম। ফলে আল্লাহ আমাকে (আমার স্বামীর) বিনিময়ে তাঁর চেয়ে উত্তম (স্বামী) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দান করেন। (মুসলিম)

পাঠকের মতামত: