ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বিক্রি হবে ভুতের শহর

ghost-town

ghost-townচারিদিকে সুনসান নীরবতা। যতদূর চোখ যায় জনমানবের কোনো চিহ্ন নেই। ঠায় দাঁড়িয়ে বাড়ি আর গাছপালাগুলো। একেবারে ভুতুরে পরিবেশ যাকে বলে। এর কারণেই হয়ত নাম রাখা হয়েছে ‘ভুতুরে শহর’।

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা রাজ্যের এই ভুতের শহরটি বিক্রি হবে, কিনবেন? দাম খুব বেশি নয়, মাত্র আড়াই লাখ ডলার! একটি রিয়েল স্টেট এজেন্ট সোমবার এই বিক্রি নোটিশ টানিয়েছেন।

সুয়েট নামক এ শহরটি ছয় একরের। ১৯৪০ এর দশকে এখানে ৪০ জন বাসিন্দা ছিলেন। তখন সেখানে একটি পোস্ট অফিস ও সবজির দোকানও ছিল। কিন্তু এখন একটি সরাইখানা, তিন বেডরুমের বাড়ি ও একটি পুরনো টায়ারের দোকান ছাড়া আর কিছুই নেই।

সর্বশেষ সেখানকার বাসিন্দা ছিলেন লরেন্স বেনসন, তার স্ত্রী ও তাদের পোষা কুকুর। ধার-দেনার কারণে গত বছর তিনি শহরটি বিক্রির সিদ্ধান্ত নেন। রিয়েল স্টেট এজেন্ট রিয়েলটর স্টেসি মোন্টগোমারি বলেন, দেশের ভেতরেই অনেকে শহরটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

এমনকি রাশিয়ার একটি মুভি প্রডাকশন সেখানে চলচ্চিত্র নির্মাণ করতে চান বলেও জানিয়েছেন। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাঠকের মতামত: