ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় ১০ বোমা বিস্ফোরণে আহত ৭

bomb-injured

bomb-injuredচুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি স্থানে ১০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভাংচুর করা হয়েছে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান কবিরের বাড়ি। আহত হয়েছে ছাত্রলীগ নেতা ও পথচারীসহ ৭ জন

আহতদের মধ্যে আজিম নামে ১ জনকে পুলিশ আটক করেছে। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শেকরাতলা মোড় ও জ্বিনতলা মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল চলাকালে একপক্ষ মাঠে প্রবেশ করতে না পেরে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ভাংচুর করে ব্যানার ফেস্টুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার জের ধরে রাতে বোমা বিস্ফোরণ ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৭ জন আহত হয়। আহতরা হলেন ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, অয়ন হাসান জোয়াদ্দার, টিটন, হিমেল, সাদ্দাম, আজিম ও মিরণ। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: