ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বন্ধুকে খুন করে আত্মহত্যা

kustia-killed

kustia-killedবন্ধুকে খুন করে পরে সে নিজেই আত্মহত্যা করে। কুষ্টিয়ার হরিপুরে বন্ধু পলাশের ছুরিকাঘাতে সুজন আলী (১৬) নামে এক কিশোর খুন হয়। পরে হত্যাকারী পলাশ আত্মহত্যা করে।

রোববার সকালে সদর উপজেলার হরিপুর বাজারে এ ঘটনা ঘটে। সুজন আলী আমলা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সে মবেরের মোড় এলাকার বদর উদ্দিনের ছেলে। পলাশ উপজেলার শালদা গ্রামের মৃত নিন্টুর ছেলে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, সুজন সকালে বাড়ি থেকে হরিপুর বাজারে যায়। বাজারে আরেক বন্ধু পলাশের সঙ্গে পূর্বশত্রুতার জেরে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পলাশ পাশের কাঠের দোকান থেকে ছুরি এনে সুজনের পেটে ঢুকিয়ে দেয়। স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সুজনের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা পলাশকে পুলিশে সোপর্দ করার জন্য বাজারে একটি দোকানে আটকে রাখে। ওই দোকানের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে পলাশ।

এ ঘটনায় স্থানীয়দের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের গুলিতে একজন আহত হয়। তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হরিপুর বাজারে চরম উত্তেজনা বিরাজ করছে।

পাঠকের মতামত: