ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

আরেকটি লড়াই করতে চান আফ্রিদি

Afridi-bpl

Afridi-bplবিপিএলে সিলেট সুপার স্টার্সের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ, তবুও লড়াই দিতে চান শহিদ আফ্রিদি। ঢাকা ডায়নামাইটসকে দুর্দান্তভাবে হারিয়ে তিনি এখনই হাল ছাড়তে নারাজ।

বুধবার ম্যাচ শেষে তিনি এই মন্তব্য করেন বুমবুম আফ্রিদি।

৩৫ বছর বয়স্ক পাকিস্তানের টি২০ অধিনায়ক এই ম্যাচে আবারো প্রমাণ করেন, তিনি ফুরিয়ে যাননি। আরো অনেক কিছু দেয়ার আছে।

এই ম্যাচে আফ্রিদি যখন মাঠে নামেন তখন ১৮তম ওভার চলছে। সেই সময় সিলেটের প্রয়োজন ১৩ বলে ১৯ রান। ১৯তম ওভারে মুস্তাফিজুর রহমান করেন ৫ রান। আর শেষ ওভারে দরকার ছিল ১০ রান। কিন্তু শেষ ওভারে তানভির সোহেল বিদায় নিলে চাপে পড়ে যায় সিলেট সুপার স্টার্স।

মাঠে নামা মুশফিকুর রহীম সিঙ্গেল নিয়ে আফ্রিদিকে স্ট্রাইক দেন। তাতেই কেল্লা ফতে। তখন ৩ বলে দরকার ৮ রানের। আফ্রিদি ফুল লেন্থ বলটিকে শর্ট-ফাইন লেগ দিয়ে ছক্কা হাকান। দর্শকরা এই কাণ্ড দেখে যেন পাগল হয়ে পড়েছিলেন। ওভারের ৫ম বলে আবারো ছক্কা।

উল্লাসে ফেটে পড়ল সিলেটের দশর্কেরা। নিশ্চিত পরাজয়কে আফ্রিদি জয়ে পরিণত করেছেন।
ম্যাচ শেষে তিনি বলেন, রাতে তারা পরের ম্যাচ নিয়ে বসবেন। তাতেই তাদের পরিকল্পনা তৈরি করবেন।

পাঠকের মতামত: