২৯ মে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে আইপিএলের নবম আসরের। প্রায় দুই মাস ধরে চলতে থাকা এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। আইপিএলের নিয়ম অনুযায়ী বিদেশি চার ক্রিকেটারের মধ্যে সেই একাদশে জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন হয়ে গতকাল রাতে দেশে ফেরা মুস্তাফিজুর রহমান।
শক্তিশালী বেঙ্গালুরুকে হারিয়ে এবার শিরোপা ঘরে তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করেছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজ। দলকে চ্যাম্পিয়ন করতে আশিস নেহরা ও ভুবনেশ্বর কুমারের সঙ্গে অসাধারণ অবদান রাখেন মুস্তাফিজ। তাই ক্রিকইনফোর নির্বাচিত সেরা একাদশে ঠাঁই হয়েছে তার।
## যে দুটি জিনিসকে ভয় পান মুস্তাফিজ
## কোমর দুলিয়ে নাচলেন মুস্তাফিজ
## গুগলে সেরা সার্সের তালিকার শীর্ষে মুস্তাফিজ
আইপিএলে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এই তালিকার শীর্ষে রয়েছেন হায়দরাবাদের তার সতীর্থ ভুবনেশ্বর কুমার। ক্রিনইনফোর সেরা একাদশে দুই ফাইনালিস্ট সানরাইজার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়দের জয়জয়কার। তবে উইকেট শিকারের বিচারে মুস্তাফিজ পঞ্চম স্থানে থাকলেও ইকোনমি রেটে সবার চেয়ে এগিয়ে তিনি।
ক্রিকইনফোর আইপিএলের সেরা একাদশ : বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, লোকেশ রাহুল, ইউসুফ পাঠান, ক্রিস মরিস, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জুভেন্দ্র চাহাল, ধাওয়াল কুলকারনি ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত: