bplবিপিএলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। এ নিয়ে বিপিএলে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে। প্রথম দুই মুখোমুখিতে জয়ের স্বাদ পেয়েছিল কুমিল্লা। এবার কি বরিশাল সেই হারের প্রতিশোধ শিরোপা জয় করে নিবে?

যে যাই বলুক কাগজে-কলমে কম শক্তিশালী হয়েও বিপিএলের ফাইনাল খেলছে বরিশাল ও কুমিল্লা। গ্রুপ পর্বের লড়াই থেকে শুরু করে দ্বিতীয় এমিনেটর ম্যাচ পর্যন্ত দুর্বার গতিতে লড়াই করেছে তারা। যেভাবে তারা ফাইনালে উঠে এল সেই চিত্র রাইজিংবিডি’র ক্রীড়া বিভাগ তুলে এনেছে ক্রিকেটপ্রেমীদের জন্য।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স :
cumillaএক বনে একটা বাঘ থাকলেই যথেষ্ট! কথাটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর মাশরাফি বিন মর্তুজার জন্যে প্রযোজ্য। এখানে বাঘ মাশরাফি আর বনটা কুমিল্লা। কাগজে-কলমে সবচেয়ে কম শক্তিশালী দল।

কিন্তু অদম্য সাহস, ভালো করার স্পৃহা আর জয়ের ক্ষুধায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজ ফাইনালে। এর পেছনের একটি মানুষকেই বাহবা দিচ্ছে সবাই। একটি নামই শুধু কানে বাজছে, মাশরাফি বিন মর্তুজা। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে এলিমিনেটর ম্যাচ খেলা দলটি নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামার আগেই শেষ!

বলা বাহুল্য, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামতে নামতেই তাদের খেলা ছয় উইকেটের হারে সমাপ্ত। এরপর ধারাবাহিকভাবে তিন জয়ের পর একটিতে হার। আবারও তিনটি জয়ের পর একটি হার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১১ ম্যাচে তাদের হার তিনটিতে। জয়-পরাজয়ের পরিসংখ্যান এখানে,
কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রতিপক্ষ
ফল
ঢাকা ডায়নামাইটস
৬ উইকেটে হার
চিটাগাং ভাইকিংস
৭ উইকেটে জয়ী
বরিশাল বুলস
৮ উইকেটে জয়ী
রংপুর রাইডার্স
৯ উইকেটে জয়ী
সিলেট সুপার স্টারস
৪ উইকেটে হার
ঢাকা ডায়নামাইটস
১০ রানে জয়ী
চিটাগাং ভাইকিংস
৫ উইকেটে জয়ী
বরিশাল বুলস
৭ উইকেটে জয়ী
রংপুর রাইডার্স
২১ রানে হার
সিলেট সুপার স্টারস
৭১ রানে জয়ী

প্রথম কোয়ালিফায়ার

রংপুর রাইডার্স
৭২ রানে জয়ী

বরিশাল বুলস:
borisalক্রিস গেইল এ দলটিতে খেলেছেন চার ম্যাচ। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই অদম্য গতিতে এগিয়েছে বরিশাল বুলস। মাহমুদউল্লাহর সোনার পরশে পুরো দলটি টুর্নামেন্টের শুরু থেকেই শ্রেষ্ঠত্ব ধরে রাখে।

প্রথম দুই ম্যাচে অনায়াসে জয় পাওয়ার পর একটি হারের তিক্ত স্বাদ পায় বরিশাল। এরপর টানা তিন জয়ের পর দুটি পরাজয়। সেখান থেকে বিশ্বকাপের দুই সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদের দলটিকে পেছনে তাকাতে হয়নি। গ্রুপ পর্বথেকে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ পর্যন্ত ১২ ম্যাচে তিনটি হার তাদের। জয় ৯ ম্যাচে। তাদের জয়-পরাজয়ের পরিসংখ্যান এখানে,

বরিশাল বুলস

প্রতিপক্ষ
ফল
রংপুর রাইডার্স
১৩ রানে জয়ী
সিলেট সুপার স্টারস
১ রানে জয়ী
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৮ উইকেটে হার
চিটাগাং ভাইকিংস
৩৩ রানে জয়ী
ঢাকা ডায়নামাইটস
৯ উইকেটে জয়ী
রংপুর রাইডার্স
৬ উইকেটে জয়ী
সিলেট সুপার স্টারস
৯ উইকেটে হার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৭ উইকেটে হার
চিটাগাং ভাইকিংস
৮ উইকেটে জয়ী
ঢাকা ডায়নামাইটস
২ উইকেটে জয়ী

এলিমিনেটর

ঢাকা ডায়নামাইটস
১৮ রানে জয়ী

দ্বিতীয় কোয়ালিফায়ার

রংপুর রাইডার্স
৫ উইকেটে জয়ী