পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়্যাল খাতের এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারী বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মার্জিন ঋণধারী বিনিয়োগকারীদের তালিকার পাশাপাশি শেয়ারহোল্ডারদের ট্যাক্স আইডিন্টিফিকেশন নম্বর (টিআইএন) হালনাগাদ করার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে এলআর গ্লোবাল।
এছাড়া যে সকল বিনিয়োগকারী ডিভিডেন্ড পাওয়ার যোগ্য তাদের বেনিফিসিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর আগামী ৫ ডিসেম্বরের আগে জমা দিতে ব্রোকারেজ হাউজগুলোর প্রতি অনুরোধ করা হয়েছে। পাশাপাশি উল্লিখিত তারিখের মধ্যে ইউনিটহোল্ডারদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করতে হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।