six-packভারতে শুধুমাত্র তৃতীয় লিঙ্গভুক্ত বা হিজড়াদের নিয়ে তৈরি দেশের প্রথম মিউজিক ব্যান্ড ‘সিক্স প্যাক’ আবির্ভাবেই দেশ জুড়ে হইচই ফেলে দিয়েছে। ছয়জন হিজড়া শিল্পীর এই ব্যান্ড ফ্যারেল উইলিয়ামসের বিখ্যাত ‘হ্যাপি’ গানটি তাদের নিজস্ব ভঙ্গীতে গেয়েছেন।

আর ইউটিউবে রিলিজ করার ২৪ ঘণ্টারও কম সময়ে সেই মিউজিক ভিডিও দেখেছেন লাখ লাখ দর্শক। বলিউডের সঙ্গীতশিল্পী সোনু নিগম বা নায়িকা আনুশকা শর্মাও গলা মিলিয়েছেন এই ব্যান্ডের সাথে।

আর এর প্রয়োজকরা আশা করছেন ভারতে হিজড়াদের যে দৃষ্টিতে দেখা হয় তা অনেকটাই পাল্টাতে পারবে এই অভিনব ব্যান্ড সিক্স প্যাক। ভারতে হিজড়াদের বেশিরভাগ লোকই উপেক্ষা করেন, কেউ কেউ সয়ে নেন এবং ভুল বোঝেন প্রায় সবাই।

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার তাই বলতে দ্বিধা নেই, এদেশে হিজড়ারা যেন এক ‘নির্বাসিত সম্প্রদায়’। ট্রাফিক লাইটে দাঁড়িয়ে গাড়ির কাঁচে ঠকঠক করে যে হিজড়ারা অল্প কিছু পয়সা বা সামান্য অনুকম্পা চেয়ে থাকেন, সেই সমাজেরই ছয়জন সদস্য কিন্তু নিজেদের খুশি আর আনন্দ আবিষ্কার করে নিয়েছেন নতুন এক মিউজিক ব্যান্ডের মাধ্যমে। ব্যান্ডের লিড ভোকালিস্ট ফিদা খান আর তার পাঁচ সঙ্গী মিলে ফ্যারেল উইলিয়ামসের হ্যাপিকেই নতুন আঙ্গিকে গেয়েছেন যার নাম ‘হাম হ্যায় হ্যাপি’।

এই সিক্স প্যাক ব্যান্ডের প্রযোজক ভারতের সবচেয়ে নামী চলচ্চিত্র নির্মাতা সংস্থা ইয়াশরাজ ফিল্মসেরই একটি শাখা। দেড় শ’রও বেশি হিজড়ার অডিশন নিয়ে তারা বেছে নিয়েছেন সেরা ছয়জন শিল্পীকে আর সেই আশা জগতাপ, ভাবিকা পাটিল, চাদনি সুবর্ণকার, ফিদা খান এবং কোমল ও রাবিনা জগতাপরা মিলেই তৈরি করেছেন দেশের প্রথম ট্রান্সজেন্ডার মিউজিক ব্যান্ড।

সিক্স প্যাকের গানের একটা বিশেষত্ব হল, হিজড়াদের ট্রেডমার্ক তালিকে খুব কৌশলে এই গানের ভেতর ঢালাওভাবে ব্যবহার করা হয়েছে। প্রযোজক আশিস পাটেল বলছিলেন, “এই ‘আও বাজাও তালি’-টাই এই গানের নিজস্ব সিগনেচার। হিজড়াদের তালিটা কিন্তু সাধারণ তালির চেয়ে আলাদা, সেখানে একটা হাতের আঙুলগুলো চাপড় মারে অন্য হাতের চেটোয়।”

তার আরো আশা, “গ্যাংনাম স্টাইল জনপ্রিয় হতে পারলে এই তালিও নিশ্চয়ই সাড়া ফেলতে পারবে। আর যখন এই গান মানুষের আইপডে বা প্লেলিস্টে ঢুকবে তখন আমা করা যায় হিজড়াদের জীবনও একটু বেশি সহনীয় হবে।”

এই মিউজিক ভিডিওতে হিজড়াদের সাথে গলা মিলিয়েছেন বলিউডের লেজেন্ড সোনু নিগমও, যার নিজের কথাতেই খুব ছোটবেলা থেকেই তিনি এদের জন্য কিছু করার কথা ভাবতেন। সোনু বলছেন, “ছোটবেলায় আমি ভাবতাম যদি এমন কোনো গ্রহে আমার জন্ম হত যেখানে আমার মতো লোকরাই সংখ্যায় কম। আর অন্যরকম মানুষরা সংখ্যাগরিষ্ঠ তাহলে কী হত?” “যেটা আমার দোষই নয়, তার জন্য যদি আমার বাবা-মা-পরিবার-সমাজ সবাই আমাকে ছোট নজরে দেখত তাহলে আমার ভেতর কী চলত? এই কারণেই আমার প্রশ্ন, হিজড়াদের কেন শুধু রাস্তাঘাটে বা বাচ্চা জন্মানোর পরই দেখা যাবে- অন্য সব স্বাভাবিক জায়গায় কেন নয়?”

সিক্স প্যাকের সদস্যরা অবশ্য সামাজিক পুনর্বাসনের চেয়ে আপাতত তাদের হঠাৎ-পাওয়া খ্যাতি উপভোগ করতেই ব্যস্ত। লিড ভোকালিস্ট ফিদা খান যেমন বলছেন, সোনু নিগমের সাথে এক মঞ্চে গাইব কখনো স্বপ্নেও ভাবেননি – এই খুশিটাই এখন তাদের মন ভরিয়ে রেখেছে। পাশ থেকে কোমল জগতাপ অবশ্য যোগ করেন, “আপনার সাথে একই পাড়ায় বা মহল্লায় থাকেন যে হিজড়ারা তাদের সমাজের মধ্যেই নিখোঁজ করে রাখাটা কিন্তু কোনো কাজের কথা নয়।”

ভিডিওঃ